আজ শনিবার ( ২৩ এপ্রিল) ধর্মদাশ বারো আউলিয়া, ৩২ নং ওয়ার্ড ও এর আশেপাশের এলাকায় নিম্ন আয়ের ১৫০ পরিবারের মাঝে চাল, ডাল, মুরগী, তেল, চিনি, আলু, লবণ, পেয়াজ, ছোলা, মসলা, গুঁড়া দুধ, সেমাই, সবজিসহ নিত্য প্রয়োজনীয় দ্রবাদি বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাজহাট মেট্রোপলিটন থানার অফিসার ইনচার্জ জনাব এ কে এম নাজমুল কাদের, সাবেক ইউপি সদস্য জনাব মোঃ শফিকুল ইসলাম, এডভোকেট হুমায়ুন কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিনা টাকার বাজার প্রোগ্রামটি আয়োজন করে ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশ। সহযোগিতায় ছিলো বাঁচার লড়াই, বাংলাদেশ স্টুডেন্ট এসোসিয়েশন ইয়র্ক ইউনিভার্সিটি কানাডা, বাংলাদেশ স্টুডেন্ট এসোসিয়েশন রেয়ারসন ইউনিভার্সিটি কানাডা, বাংলাদেশ স্টুডেন্ট এসোসিয়েশন ইউনিভার্সিটি অফ টরোন্টো কানাডা এবং ই-কমার্স প্রতিষ্ঠান চালডাল ডট কম। অনলাইন ফান্ডরেইজিং প্লাটফর্ম গো ফান্ড মি এর মাধ্যমে এই সাহায্যের জন্য অর্থ সংগ্রহ করে কানাডাভিত্তিক এই ছাত্র সংগঠনগুলো। এমন আয়োজন চলতে থাকবে বলে জানান এই সংগঠনের কর্মীরা।